অনেক আগে থেকে রাজশাহী শহর শিক্ষা নগরী হিসেবে পরিচিত হলেও নারী শিক্ষা বিস্তারের জন্য আলাদা কোন মহিলা কলেজ ছিল না। নারী শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনুধাবন করে কয়েকজন দুরদৃষ্টি সম্পন্ন বিদোrসাহী ব্যক্তি উদ্যেগী হয়ে ১৯৬২ সালে ২৪ এপ্রিল এই মহিলা কলেজটি স্থাপন করেন।
জনসাধারণের অর্থ ও কিছু দানশীল ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টার ফসল আজকের এই মনোরম প্রকৃতির মাঝে গড়ে ওঠা গাছ গাছালিতে ঘেরা রাজশাহী সরকারি মহিলা কলেজ। সেই ছোট পরিসরের মহিলা কলেজ এখন নারী শিক্ষা প্রসারের অগ্রদূর হিসেবে পরিগনিত হচ্ছে।
তথ্য প্রযুক্তি সম্বলিত আধুনিক শিক্ষা ব্যবস্থা, দক্ষ প্রশাসন ও বিজ্ঞ অভিজ্ঞ মেধাবী শিক্ষকদের অবদান এই শিক্ষা প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করেছে।
আর এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়াশুনাসহ নানামুর্খী প্রতিভা এই কলেজকে অনন্য একটি নারী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেছে।