স্বাস্থ্য পরীক্ষা
ডা. শাহীন সুলতানা বর্তমানে রাজশাহী সরকারি মহিলা কলেজে সপ্তাহে একদিন প্রতি সোমবার করে ছাত্রীদের বিকাল ৫.০০ টা হতে ৭.০০ টা পর্যন্ত হোস্টেল টিভি রুমে স্বাস্থ্য পরীক্ষা করেন।
অভ্যন্তরীণ পরীক্ষায় অংশগ্রহণ (স্নাতক ও স্নাতক সম্মান)
ফলাফল যাতে ভাল হয় সেই লক্ষ্যে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী উচ্চ মাধ্যমিক শ্রেণীর অর্ধ-বার্ষিক, বার্ষিক, প্রাক-নির্বাচনী, নির্বাচনী এবং অনার্স ও ডিগ্রী পাস কোর্সের জন্য ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়ে থাকে । উক্ত পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক । এছাড়াও কোভিড কালীন শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষার পাশাপাশি অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু রয়েছে।
অভ্যন্তরীণ পরীক্ষায় অংশগ্রহণ (উচ্চ মাধ্যমিক)
প্রত্যেক ছাত্রীকে মোট ক্লাসের ৭৫% উপস্থিত থাকতে হবে । উপস্থিতি কম হলে ব্যবহারিক ক্লাস করতে দেয়া হবে না । শিক্ষা বোর্ডের নিয়মানুযায়ী ক্লাসে ৭৫% উপস্থিত ছাত্রীরা কলেজিয়েট হিসাবে গন্য হবে এবং তারা জরিমানা ছাড়াই চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে । ফলাফল সমুন্নত রাখার সার্থে এবং আরো ভাল করার লক্ষ্যে নির্ধারিত সংখ্যার চেয়ে কম উপস্থিতির ছাত্রীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে । ক্লাস টেষ্ট পরীক্ষায় অংশগ্রহণ না করলে তাদের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
লাইব্রেরি
একাডেমিক ভবনের পশ্চিম পার্শে ২য় তলায় (তিন কক্ষবিশিষ্ট) নিরিবিলি ও মনোরম পরিবেশে সুবিশাল লাইব্রেরি অবস্থিত। এর পুস্তক সংখা ১৬০০০ (প্রায়), ম্যাগাজিন ৪৭০টি, দৈনিক খবরা-খবর জানার জন্য রয়েছে বিভিন্ন সংবাদপত্র। একসাথে প্রায় ১৫০ জন ছাত্রী লাইব্রেরীতে বসে পড়াশোনা করতে পারে।
ক্লাস উপস্থিতি
ইউনিফরম ছাত্রীদের মানসিক প্রশান্তি এবং কলেজের নিজস্ব পরিচিতি বহন করে । প্রতিদিন কলেজে নির্দিষ্ট ইউনিফরম পরে আসা বাধ্যতামূলক ।
রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী বিভাগীয় শহরের একমাত্র মহিলা কলেজ । ভাল ফলাফলের জন্য কলেজে শিক্ষার অনুকূল পরিবেশ বিদ্যমান । অএ কলেজের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু ও সুন্দর রাখার জন্য ছাত্রীদের কিছু নিয়মশৃঙ্খলা মেনে চলা অপরিহার্য কর্তব্য । কলেজ কর্তৃক নির্ধারিত পোশাক, আইডি কার্ড, লাইব্রেরী কার্ড সাথে নিয়া কলেজে উপস্থিত থাকতে হবে । ক্লাস চলাকালীন সময়ে ক্লাসরুমের বাইরে থাকা যাবে না । ক্লাস না থাকলে লাইব্রেরীতে অধ্যয়ন করতে হবে । কলেজে অবস্থাঙ্কালীন সময়ে শৃঙ্খলাপরিপন্থি কোনো কাজে জড়িত হলে আইন মোতাবেক শাস্তির ব্যবস্থা নেয়া হবে । হোস্টেলে অবস্থানরত ছাত্রীদের হোস্টেলের নিয়মকানুন যথারীতি মেনে চলতে হবে । অন্যথায়, কর্তৃপক্ষ হোস্টেল এবং কলেজ হতে বহিস্কার করতে পারে । সম্মানিত শিক্ষকমন্ডলী দারা গঠিত কলেজের ভিজিলেন্স টিম প্রতিদিন উপর্যুক্ত বিষয়গুলো তদারকি করে থাকেন ।