ছাত্রীনিবাস: রাজশাহী সরকারি মহিলা কলেজে আবাসিক ছাত্রীদের জন্য দুটি ভবনবিশিষ্ট একটি ছাত্রীনিবাস রয়েছে। একটি তিনতলা এবং অন্যটি চারতলাবিশিষ্ট ভবনে সর্বমোট ৩৫০ জন ছাত্রী থাকার ব্যবস্থা রয়েছে। প্রতি আর্থিক বছরে এককালীন ফি দিয়ে ছাত্রীনিবাসে ছাত্রী ভর্তি করা হয়। এখানে বিনোদনের জন্য টেলিভিশন দেখার এবং ব্যাডমিন্টন, ক্যারাম, লুডু, দাবা ইত্যাদি খেলার সুযোগ রয়েছে। এছাড়া প্রতি বছর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছাত্রীনিবাসের অভ্যন্তরে যথাযথ পড়াশুনা ও সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে ছাত্রীদেরকে এখানকার সকল আইন-কানুন ও নিয়মশৃঙ্খলা কঠোরভাবে মেনে চলতে হয়। হোস্টেল সুপার ও সহকারী হোস্টেল সুপার এর সার্বিক দায়িত্বে রয়েছেন। এছাড়াও অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে অভিজ্ঞ শিক্ষকমÐলীসহ হোস্টেল উপদেষ্টা কমিটি আছে। তাঁরা ছাত্রীনিবাস পরিচালনার জন্য নিয়মিত মিটিং এর মাধ্যমে পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন।
ছাত্রীনিবাস পরিচালনা কমিটি:
তত্ত্বাবধায়ক: জনাব জান্নাতুল ফেরদৌস, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
সহকারী তত্ত্বাবধায়ক: জনাব মোঃ মাহবুব হাসান, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ