শিক্ষানগরী রাজশাহীতে অবস্থিত রাজশাহী সরকারি মহিলা কলেজ নারী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে-প্রাণে নারী-পুরুষের সমঅধিকারে বিশ্বাস করতেন। নারী শিক্ষার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে নারীদের জন্য চালু করেন গণশিক্ষা কার্যক্রম। তিনি ১৯৭২ সালের সংবিধানে নারীকে সুশিক্ষিত মানবসম্পদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রায় ছয় দশক পূর্বে প্রতিষ্ঠিত হয় রাজশাহী সরকারি মহিলা কলেজ।
কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিবৃন্দের অব্যাহত প্রচেষ্টায় দিনে দিনে এটি দেশের একটি অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হবে। এই শুভকামনা নিরন্তর।
(প্রফেসর ড. নাজনীন সুলতানা)
উপাধ্যক্ষ
রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী।